প্ল্যান ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক
প্রকাশিত:
২১ ফেব্রুয়ারি ২০২২ ০৬:২৭
আপডেট:
২৫ মার্চ ২০২৫ ০৮:২১

‘প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ পেয়েছেন দেশের বিভিন্ন গণমাধ্যমের ৯ সংবাদকর্মী।
রোববার (২০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বাল্যবিয়ে প্রতিরোধে গণমাধ্যমে প্রতিবেদন করে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার দেওয়া হয়।
তার আগে ‘প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন জহিরুল ইসলাম (এসএ টিভি), শাকিল মুরাদ (একাত্তর টিভি), সফি খান (প্রথম আলো) এবং মাসুদুর রহমান (আজকের পত্রিকা)। জাতীয় ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শাহেদ শফিক (বাংলা ট্রিবিউন), নীলিমা জাহান (দ্য ডেইলি স্টার), সাজ্জাদ পারভেজ (যমুনা টিভি), নাজনীন আখতার (প্রথম আলো) এবং জাহাঙ্গীর আলম (জাগো নিউজ)।
আপনার মূল্যবান মতামত দিন: